রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

চাঁদপুরে সেহেরি রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৮ বার পঠিত
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক :- সেহেরির জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে মুহূর্তে ঘটে বিস্ফোরণ। এ দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

রোববার (৯ মার্চ) রাত ৪টায় চাঁদপুর শহরের কোড়ালিয়া সাহাবাড়ি রোডে জাকির হোসেনের বাড়ির চতুর্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। লাইনের গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন – আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শানু বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), বড় ছেলের স্ত্রী খাদিজা বেগম (৩২), মেজো ছেলে মিরাজের স্ত্রী নুসরাত জাহান নিপা (২১) ও ছোট ছেলে বাকপ্রতিবন্ধী মাহবুবুর রহমান মুহিন (১৮)। এদের মধ্যে ইমাম হোসেন ও নিপা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাকিদের ঢাকায় রেফার করা হয়েছে।

চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন ইমাম হোসেন বলেন, আমি শহরের বড় স্টেশন মাছঘাটে মাছের ব্যবসা করি। অগ্নিদগ্ধ সবাই আমার পরিবারের সদস্য।

দগ্ধ আব্দুর রহমান সরদারের ভাগনে মাহমুদ বলেন, ভোররাতে সেহেরির খাবার গরম করতে চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। পরে আমাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের শরীরের অনেকাংশ পুড়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের ২০ ভাগ পুড়েছে। দগ্ধ কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রফিকুল হাসান ফয়সাল বলেন, দগ্ধ রোগীদের হাসপাতালে আনার পর ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়। বাকি দুইজন হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুর রহমানের শরীরের ১৮ শতাংশ, শাহনাজের ২০, খাদিজার ৮৫ ও মুহিনের ১৫ শতাংশ পুড়ে গেছে। তাদের ৪ জনের অবস্থায়ই গুরুতর।

দগ্ধ আব্দুর রহমানের মেজো ছেলে মোহাম্মদ মিরাজ বাংলানিউজকে জানান, বাসাটিতে বাবা-মা, বড় বোন, বোনের সন্তান, বড় ভাই, ভাইয়ের স্ত্রী ও ২ সন্তান, মিরাজ নিজে ও তার স্ত্রী, এবং ছোট ভাই থাকেন। ভোর ৪টা ২০ মিনিটের দিকে তারা একে একে সবাই ঘুম থেকে ওঠেন সেহরি করার জন্য। খাবার আগেই রান্না করা ছিল। মিরাজ যখন বড় বোনকে ডাকতে তার রুমে যান তখনই বাসায় একটি বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় সবকিছুতে। পুড়ে যায় পরিবারের ৬ জন। ভাগ্যক্রমে তিনি ও বড় বোন এবং ৩ শিশু অক্ষত রয়ে যান। পরবর্তীতে আগুন নিভিয়ে তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক ৪ জনকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, বাকি দুজনকেও ঢাকায় নিয়ে আসা হচ্ছে। রান্নার চুলা থেকে গ্যাস লিকেজ হওয়ায় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর