শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ, অ্যাডমিনকে গুলি করে হত্যা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪ বার পঠিত
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- মেসেজ ও ভিডিও কল করার অ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক ব্যক্তি।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে শনিবার (৮ মার্চ) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ নামের ওই ব্যক্তিকে (গ্রুপ অ্যাডমিন) গুলি করে হত্যা করা হয়।

পুলিশের কাছে মুশতাকের ভাইয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আশফাক নামে এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান মুশতাক। এর পর আশফাককে তাদের কমিউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেন মুশতাক।

পরে উভয়পক্ষ সাক্ষাৎ করে বিরোধ মেটানোর সিদ্ধান্ত নেন। কিন্তু আশফাক সেখানে বন্দুক নিয়ে হাজির হন এবং গুলি চালিয়ে মুশতাককে হত্যা করেন।

বিবৃতিতে আরো বলা হয়, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায়’ আশফাক ক্ষিপ্ত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর