শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

রাজধানীতে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১২

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮ বার পঠিত
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- রাজধানীর কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোস্তফা ওরফে আকাশ (২২), বিল্লাল হোসেন (২০), রিয়াজ মাহমুদ (২১), রিপন মিয়া (২২), শামিম মোল্লা (২৩), টুকু মিয়া (৫২), সোহেল (২৫), শামিউল খান (৪৮), টিপু (২৯), সুজন সরদার (৪২), সোহেল শেখ (২৮) ও মজিবর হাওলাদার (৪৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার (৭ মার্চ) রাতে কোতোয়ালি থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে চিহ্নিত মাদককারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর