রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রোটারি ক্লাব অফ চিটাগং সিটির ২০২৫-২৬ রোটাবর্ষের কমিটি গঠন রুমায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃত্বে ফরহাদুল হাসান মোস্তফা- লায়ন সাজ্জাদ হোসাইন টিপু পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগ: বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি লোহাগাড়ায় অসামাজিক কাজে বাধা দেওয়ায় হয়রানির অভিযোগ সন্দ্বীপে ঠিকাদারকে অপহরণ, চাঁদা দাবি ও মারধর হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন

ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৩ বার পঠিত
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক:- ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য ও বিএনপিকর্মী বাবুল হোসেনকে (৫০) পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হলো।

রোববার (৯ মার্চ) সকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

শনিবার (৮ মার্চ) মধ্যরাতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় ১ ও ৮ নম্বর আসামি।

গ্রেপ্তার দুজন হলেন- ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের শওকত (৩৮) ও মুনছুর (৪০)।

তারা ঘটনার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।

পুলিশ জানায়, গত ২১ ফেব্রুয়ারি ধামরাইয়ে সাবেক ইউপি সদস্য ও যুবদলকর্মী বাবুল হোসেনকে হত্যা করা হয়।

পরে তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করলে ২৪ ঘণ্টার মধ্যে দুজন ও পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে প্রধান আসামিসহ বাকিরা আত্মগোপনে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে ০৮ মার্চ রাত দেড়টার দিকে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাবুল হত্যা মামলার ১ নম্বর আসামি শওকত ও ৮ নম্বর আসামি মনসুরকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই আত্মগোপনে ছিলেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের থানায় আনা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হবে।

এর আগে একই ঘটনায় অনিক রহমান (২২), মোহাম্মদ শয়ন ইসলাম (২৩) ও মো. আয়নাল হোসেন (৪০) নামে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২১ ফেব্রুয়ারি আকসির নগর এলাকায় সাবেক ইউপি সদস্য ও বিএনপিকর্মী বাবুল হোসেনকে স্ত্রীর সামনেই পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে একই এলাকার একটি পুকুর থেকে নিহত বাবুলের বাবা ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর