বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সন্দ্বীপে ঠিকাদারকে অপহরণ, চাঁদা দাবি ও মারধর হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন কুমিল্লার মুরাদ নগরে হিন্দু নারী’কে ধর্ষন,অভিযুক্ত বিএনপি নেতা,এলাকা জুড়ে আলোড়ন তেঁতুলিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহম্মেদ তৌসিফ সেনবাগের সেবারহাট বাজারে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাঁই, ৫০ লক্ষ টাকার ক্ষতি “ডেপুটি কো-অর্ডিনেটর”মনোনীত অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৩ বার পঠিত
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:-ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় ৩০ বিঘা জমির বোরো ধানের আবাদে শঙ্কা দেখা দিয়েছে। পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে বোরো ধানের ক্ষেত।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএডিসি কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন গালা ইউনিয়নের দত্তদরতা গ্রামের কৃষকরা।

সরেজমিনে জানা যায়, দত্তদরতা গ্রামের মো. আলতাব হোসেনের ছেলে কৃষক এমদাদুল আলী ২০২১ সালে ৫৭তম অধিবেশনে ৩০ বিঘা জমিতে ইরি-বোরো মৌসুমে সেচ দেওয়ার জন্য বিএডিসি অফিস থেকে গভীর নলকূপের লাইসেন্স পান।

সেই অনুযায়ী শাহজাদপুর পল্লী বিদ্যুৎ বিধি মোতাবেক তাকে সংযোগ দেয়। ৬০তম অধিবেশনে

একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শাহ আলম নামে একই স্থানে প্রায় ৮০ ফুট দূরত্বে বেআইনিভাবে আরেকটি লাইসেন্স দেন বিএডিসি উপ প্রকৌশলী মো. ইলিয়াস হোসেন।

মাত্র ৮০ ফুট দূরত্বে আরও একটি লাইসেন্স দেওয়ায় এমদাদুল আলী একটি লিখিত অভিযোগ দেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৩ সালে বিএডিসি শাহ আলমের লাইসেন্স অবৈধ ঘোষণা করে সংযোগ না লাগানোর জন্য বাতিলের চিঠি দেয় শাহজাদপুর উপজেলা বিএডিসি উপ প্রকৌশলী ও সেচ কমিটিকে।

সেইসঙ্গে মো. এমদাদুল আলীর সেচ প্রকল্প ও বিদ্যুৎ সংযোগ বৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফসলের জমিতে সেচ প্রকল্প চলা অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি বিএডিসি কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন ও পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম শামিম খান হঠাৎ বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে চলতি ইরি মৌসুমে চাষাবাদের চরম বিপর্যয়ে পড়েছেন ৩০ বিঘা জমিতে ইরি-বোরো চাষের কৃষক ও সেচ প্রকল্পের লাইসেন্সধারী এমদাদুল আলী।

সেচের অধিনে থাকা কৃষক রনজু, শফিকুল ইসলামসহ অনেকেই বলেন, এই সেচের অধিনে জমিতে ধান চাষ করে পরিবারের আহার জোগাতে হয়। এখন হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। জমিগুলো শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। সেচ বন্ধ হলে না খেয়ে থাকতে হবে।

সেচ প্রকল্পের লাইসেন্সধারী এমদাদুল আলী অভিযোগ করে বলেন, বিএডিসি কর্মকর্তা মো. ইলিয়াস ঘুষ নিয়ে শাহ আলম নামের একজনকে মাত্র ১৬ শতাংশ জমিতে সেচের জন্য ৮০ ফুট দূরত্বে একটি লাইসেন্স দেয় যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। পরে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে অবৈধ ঘোষণা করা হয় ওই গভীর নলকূপের লাইসেন্স।

এ ঘটনায় বিএডিসি কর্মকর্তা মো. ইলিয়াস ক্ষুব্ধ হয়ে হুমকি ধামকি দেন। একপর্যায়ে অভিযোগ তুলে নিয়ে দুই কৃষককে সমন্বয় করতে বলেন অথবা এক লাখ টাকা দিতে বলেন। এ দুটোর কোনো শর্তেই রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে কৃষক এমদাদুলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা শামিম খান জানান, এ বিষয়ে আমি কিছু জানিনা তবে বিএডিসি অফিসের নির্দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে।

এদিকে বিষয়টি জানতে একাধিকবার অফিসে গেলেও শাহজাদপুর বিএডিসি কর্মকর্তা মো. ইলিয়াসকে পাওয়া যায়নি। কয়েকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর