সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পি আর পদ্ধতি নিয়ে ক্ষমতার লোভ না করে জনপ্রিয়তা যাচাই করুন,সাবেক চীফ হুইপ ফারক রোটারি ক্লাব অফ চিটাগং সিটির ২০২৫-২৬ রোটাবর্ষের কমিটি গঠন রুমায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃত্বে ফরহাদুল হাসান মোস্তফা- লায়ন সাজ্জাদ হোসাইন টিপু পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগ: বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি লোহাগাড়ায় অসামাজিক কাজে বাধা দেওয়ায় হয়রানির অভিযোগ সন্দ্বীপে ঠিকাদারকে অপহরণ, চাঁদা দাবি ও মারধর হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬০ বার পঠিত
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:-রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় মামলার অন্যতম আসামি সাঈদ ফজলুল করিম স্বপনকে (৪২) গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

শনিবার (২২ ফেরুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাতে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

থানা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ ১৭ জানুয়ারি মতিঝিল থানায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা আরো ২০০-৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

গ্রেপ্তার সাঈদ ফজলুল করিম স্বপন (৪২) ওই মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি।

থানা সূত্রে আরও জানা যায়, আলোচিত এ মামলাটি তদন্তকালে সংঘর্ষের ঘটনার সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত বিভিন্ন ভিডিও পর্যালোচনায় ওই সংঘর্ষে রুপাইয়া শ্রেষ্ঠার ওপর আঘাতকারী সাঈদ ফজলুল করিম স্বপনকে শনাক্ত করা হয়।

তারপর তথ্য ও প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে মতিঝিল থানা পুলিশের একটি টিম নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

ওই সংঘর্ষের ঘটনায় ১৫ জানুয়ারি রাতে এজাহারনামীয় আসামি আরিফ আল খবির (৩৮) এবং মো. আব্বাসকে (২৪) গ্রেপ্তার করেছিল মতিঝিল থানা পুলিশ।

পরবর্তীতে গত ২৯ জানুয়ারি মো. হাবিবুর রহমানকে এবং ১২ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাহাদাৎ ফরাজী সাকিবকে (৩৫) গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। এ নিয়ে এ মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর