বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন কুমিল্লার মুরাদ নগরে হিন্দু নারী’কে ধর্ষন,অভিযুক্ত বিএনপি নেতা,এলাকা জুড়ে আলোড়ন তেঁতুলিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহম্মেদ তৌসিফ সেনবাগের সেবারহাট বাজারে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাঁই, ৫০ লক্ষ টাকার ক্ষতি “ডেপুটি কো-অর্ডিনেটর”মনোনীত অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ক্লাব অ্যাসেম্বলি সু সম্পন্ন

৩ বিজিবি’র অভিযান, লাখ টাকার কাঠ জব্দ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ

মো. ইসমাইল,পানছড়ি প্রতিনিধিঃ গত এক মাসে আনুমানিক ৩ লাখ টাকার চোরাচালানকৃত অবৈধ কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

সূত্রে জানা যায়, ৪টি ধাপে ভিন্ন ভিন্ন এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। যার মোট পরিমান ৩৭৫ ঘনফুট।

গোপণ তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া’র পরিকল্পনা ও দিক-নির্দেশনায় ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকায় জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করা হয়।

জানা যায়, গত ১৪ জানুয়ারি লোগাং বিওপির দায়িত্বপূর্ণ হারুবিল এলাকা হতে ১১৭.০৬ ঘনফুট কাঠ (সেগুন, গামারি, গোদা ও কড়ই), ২০ জানুয়ারি লোগাং বিজিবি ক্যাম্প চেকপোস্ট এলাকা হতে ৯০.৮৬ ঘনফুট কাঠ (সেগুন এবং গামারি), ২২ জানুয়ারি পূঁজগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ কানুনগো পাড়া রাস্তার উপর হতে ৪৯.৮৩ ঘনফুট কাঠ (সেগুন, উদাল, কনক, জাম, বর্তা ও বহেরা) এবং ১৬ ফেব্রুয়ারি উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া এলাকা হতে ১১৭.৩১ ঘনফুট কাঠ (সেগুন, গামারি ও শীল কড়াই) জব্দ করা হয়।

এদিকে দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যাতে অবৈধ মালামাল চোরাচালানী হতে না পারে সেজন্য কঠোর নজরদারী বৃদ্ধিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যা ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর