মো. ইসমাইল,পানছড়ি প্রতিনিধিঃ গত এক মাসে আনুমানিক ৩ লাখ টাকার চোরাচালানকৃত অবৈধ কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
সূত্রে জানা যায়, ৪টি ধাপে ভিন্ন ভিন্ন এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। যার মোট পরিমান ৩৭৫ ঘনফুট।
গোপণ তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া’র পরিকল্পনা ও দিক-নির্দেশনায় ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকায় জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করা হয়।
জানা যায়, গত ১৪ জানুয়ারি লোগাং বিওপির দায়িত্বপূর্ণ হারুবিল এলাকা হতে ১১৭.০৬ ঘনফুট কাঠ (সেগুন, গামারি, গোদা ও কড়ই), ২০ জানুয়ারি লোগাং বিজিবি ক্যাম্প চেকপোস্ট এলাকা হতে ৯০.৮৬ ঘনফুট কাঠ (সেগুন এবং গামারি), ২২ জানুয়ারি পূঁজগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ কানুনগো পাড়া রাস্তার উপর হতে ৪৯.৮৩ ঘনফুট কাঠ (সেগুন, উদাল, কনক, জাম, বর্তা ও বহেরা) এবং ১৬ ফেব্রুয়ারি উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া এলাকা হতে ১১৭.৩১ ঘনফুট কাঠ (সেগুন, গামারি ও শীল কড়াই) জব্দ করা হয়।
এদিকে দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যাতে অবৈধ মালামাল চোরাচালানী হতে না পারে সেজন্য কঠোর নজরদারী বৃদ্ধিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যা ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।