সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ এর সেনবাগ পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আজগরের সভাপতিত্বে ও নুর হোসাইন সুমন ও আবুল বাশারের সঞ্চালনায় উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌরসভার প্রশাসক মো জাহিদুল ইসলাম, সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, সেনবাগ উপজেলা রিসোর্স সেন্টার(ইউ আরসি)ইন্সট্রাক্টর মোহাম্মদ ফখরুল কবীর,প্রবাসী ব্যবসায়ী ও সমাজ সেবক চান্দন হোসেন রাজু।
এ সময় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, অষ্টদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, দক্ষিণ অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, বাতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম,বিন্নাগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ ফারুকী,চারিদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম সহ পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথি বৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।