রবিবার, ১১ মে ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

পুলিশ পাহারায় খাগড়াছড়ি ছেড়েছেন জেলার আকতার হোসেন  

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি: নানা অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কারাগারে কারারক্ষীদের আন্দোলনে অবরুদ্ধ জেলার আকতার হোসেন শেখ পুলিশ প্রটোকলে বিকাল সাড়ে পাঁচটার দিকে কারাগার ত্যাগ করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেলার আকতার হোসেন শেখ’কে দুই ঘণ্টার বেশি সময় ধরে কারাগারের ফটকে আটক রেখেছিলো আন্দোলনকারী কারারক্ষীরা।

অনৈতিক ভাবে তিন কারারক্ষীকে বদলিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তাকে আটক করেছিলো কারারক্ষীরা।

বিকাল চারটার দিকে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেল সুপার ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধাসহ কারাগারের কর্মকর্তা এবং আন্দোলকারী কারারক্ষীরা বৈঠক করেন। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে জেলার আকতার হোসেন শেখসহ কর্মকর্তারা কারাগার ত্যাগ করেন।

খাগড়াছড়ি কারাগারের দায়িত্বরত জেল সুপার মো. শাহিন মিয়া জানান,  ভুল বুঝাবুঝির কারনেই অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে পরবর্তীতে লিখিতভাবে দাখিল করতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।আন্দোলনের বিষয় নিয়ে গণমাধ্যমে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে নবাগত জেলার মঞ্জুরুল ইসলাম জানান,আজ সকাল থেকে জেলার আকতার হোসেন শেখ বদলিজনিত কারনে খাগড়াছড়ি কারাগারে দ্বায়িত্ব হস্তান্তর করেন। হঠাৎ করে দুপুরের দিকে কারা ফটকে কয়েকজন কারারক্ষী আন্দোলন শুরু করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অপরদিকে বৈঠক শেষে আন্দোলনকারী কারারক্ষীদের কারো বক্তব্য পাওয়া যায় নি। গণমাধ্যম এড়িয়ে জেলার আকতার হোসেন শেখ দ্রুত গাড়িতে চড়ে কারাগার ত্যাগ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর