রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোনো সুযোগই দেখছেন না পন্টিং

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৬ বার পঠিত
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ

স্পোর্ট রিপোর্ট:-দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের আসর।

একদিন পরেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা। এই যাত্রায় টাইগাররা ধুঁকবেন, এমনটাই ভাবছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকিট পন্টিং।

তাদের থেকে আফগানিস্তানকে বেশি এগিয়ে রাখছেন তিনি।

সবশেষ ৮ বছর আগে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি।

সেবার ছন্দে ছিল বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত করেছিল তারা।

তবে সেখানে গিয়ে স্বপ্নভঙ্গ হয়। এবার অবশ্য শিরোপা জয়ের লক্ষ্যই টাইগারদের। কোচ ফিল সিমন্স এমনটাই জানান। তবে রিকি পন্টিং বলছেন ভিন্ন কথা। বাংলাদেশের গুণগত মানে ঘাটতি থাকার কথা জানিয়ে তিনি টেনে আনেন ঘরোয়া কন্ডিশনের পরিস্থিতি।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘যখন আপনি দলটিকে (বাংলাদেশ) বাকি দলের সঙ্গে মিলিয়ে দেখেন। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দলগুলোর চেয়ে তাদের গুনগত মানে কিছুটা ঘাটতি আছে। সত্যি বলতে আমি মনে করি, তারা ধুঁকতে যাচ্ছে। আমি মনে করি না তাদের সেই মান আছে। ’

নিজেদের হোম গ্রাউন্ড হলে সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন না তারা। এমনটাই ভাবছেন পন্টিং। তিনি বলেন, ‘যদি তারা (বাংলাদেশ) তাদের আদর্শ হোম কন্ডিশন পায়, সে ক্ষেত্রে তারা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি মনে করি না তারা বাংলাদেশে যে রকম কন্ডিশন পায়, এই টুর্মানেন্টে তেমনটা পেতে যাচ্ছে। তাই এটা একটা বড় শূন্যতা, যা তাদের পক্ষে পূরণ করা কঠিন। ’

এদিকে বাংলাদেশ থেকে আফগানদের বেশি এগিয়ে রাখছেন পন্টিং। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ভালো করবে। তিনি বলেন, ‘ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ভালো চ্যাম্পিয়নস ট্রফি কাটাতে যাচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর