রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত ভাইদের বেকার সমস্যা দূর করা হবে-শাহ্ নাওয়াজ নানান ষড়যন্ত্র ও নাশকতা করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে-সাবেক চীফহুইপ ফারুক বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই হাতিয়ার উন্নয়ন ঘটে কারীমুল হাই নাঈম বিয়ে বাড়ির দাওয়াতকে কেন্দ্র করে বিএনপি নেতাদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসে জাতীয় মঞ্চে বেরোবির ‘টঙের গান’ প্রাণনাশের হুমকি আহনাকে পুত্রসন্তানের মা হলেন পরিণীতি চোপড়া জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দলের যুগপৎ আন্দোলন শাপলা না দিলে ইসি পালানোর জায়গা পাবে না: সরোয়ার তুষার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোনো সুযোগই দেখছেন না পন্টিং

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৬ বার পঠিত
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ

স্পোর্ট রিপোর্ট:-দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের আসর।

একদিন পরেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা। এই যাত্রায় টাইগাররা ধুঁকবেন, এমনটাই ভাবছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকিট পন্টিং।

তাদের থেকে আফগানিস্তানকে বেশি এগিয়ে রাখছেন তিনি।

সবশেষ ৮ বছর আগে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি।

সেবার ছন্দে ছিল বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত করেছিল তারা।

তবে সেখানে গিয়ে স্বপ্নভঙ্গ হয়। এবার অবশ্য শিরোপা জয়ের লক্ষ্যই টাইগারদের। কোচ ফিল সিমন্স এমনটাই জানান। তবে রিকি পন্টিং বলছেন ভিন্ন কথা। বাংলাদেশের গুণগত মানে ঘাটতি থাকার কথা জানিয়ে তিনি টেনে আনেন ঘরোয়া কন্ডিশনের পরিস্থিতি।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘যখন আপনি দলটিকে (বাংলাদেশ) বাকি দলের সঙ্গে মিলিয়ে দেখেন। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দলগুলোর চেয়ে তাদের গুনগত মানে কিছুটা ঘাটতি আছে। সত্যি বলতে আমি মনে করি, তারা ধুঁকতে যাচ্ছে। আমি মনে করি না তাদের সেই মান আছে। ’

নিজেদের হোম গ্রাউন্ড হলে সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন না তারা। এমনটাই ভাবছেন পন্টিং। তিনি বলেন, ‘যদি তারা (বাংলাদেশ) তাদের আদর্শ হোম কন্ডিশন পায়, সে ক্ষেত্রে তারা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি মনে করি না তারা বাংলাদেশে যে রকম কন্ডিশন পায়, এই টুর্মানেন্টে তেমনটা পেতে যাচ্ছে। তাই এটা একটা বড় শূন্যতা, যা তাদের পক্ষে পূরণ করা কঠিন। ’

এদিকে বাংলাদেশ থেকে আফগানদের বেশি এগিয়ে রাখছেন পন্টিং। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ভালো করবে। তিনি বলেন, ‘ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ভালো চ্যাম্পিয়নস ট্রফি কাটাতে যাচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর