বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৯ বার পঠিত
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:-ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে রিপোর্টগুলো প্রকাশ করা হয়।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশের কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার।

প্রথম ধাপে জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠিত হয় গত অক্টোবরে। দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তৈরির জন্য আরও পাঁচটি কমিশন গঠন করা হয়।

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, সংস্কার কমিশনের প্রধানরা সংস্কার কমিশনের আশু করণীয় কী, মধ্যম মেয়াদি কী আছে এবং দীর্ঘমেয়াদি কী আছে, সেগুলো পর্যালোচনা করে ভবিষ্যতে নির্বাচন ও নির্বাচন পরবর্তী করণীয় কী আছে, সেগুলোর পর্যালোচনা, কমিশনগুলোর রিপোর্ট, সব রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

আজ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হবে।

এরপর জাতীয় ঐকমত্য কমিশনে যারা বসবেন তারা কমিশনের প্রধান নয়, জাতীয় কমিশনের সদস্য হিসেবে বসবেন বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর