শনিবার, ১০ মে ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

আশুলিয়া আগষ্টে ছাত্র হত্যার ঘটনায় ৬টি মামলার আসামী সাফা ভুঁইয়া গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ

আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার সাফাজ উদ্দিন ওরফে সাফা ভুঁইয়া’কে গ্রেফতার করেছেন আশুলিয়া থানা পুলিশের চৌকস একটি দল।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫ইং) তারিখ রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়া থানার একাধিক (এসআই) সহ পুলিশ জানায় গ্রেফতারকৃত সাফাজ উদ্দিন ওরফে সাফা ভুঁইয়ার বিরুদ্ধে ছাত্র হত্যার ঘটনায় ৬টি মামলাসহ ৭টি মামলা রয়েছে।

এলাকাবাসী জানায়, উক্ত সাফা ভুঁইয়া দীর্ঘ কয়েক বছর সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। পুলিশ জানায়, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামের ক্যাশিয়ার ছিলেন এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন, উক্ত আসামি সাফাজ উদ্দিন ওরফে সাফা ভুঁইয়াকে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে আশুলিয়া থানা পুলিশ গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে সরকারি তিতাস গ্যাস চুরির দায়ে মামলা রয়েছে বলেও পুলিশ জানান। গ্রেফতারকৃত আসামি সাফাজ উদ্দিন ওরফে সাফা ভুঁইয়াকে আগামিকাল আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর