বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক:-রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে থাকা চারঘাট-বাঘা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আজ ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা প্রথমে শাহরিয়ার আলমের বাসভবনে ঢুকে ভাঙচুর চালায়।

এরপরে আগুন দেয়। আগুনে চারতলা ভবনের অধিকাংশ রুম পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৪০০-৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হয়। এরপর বিক্ষুব্ধ জনতা ওই বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সবগুলো রুমে ভাঙচুর শুরু করে।

একপর্যায়ে দুপুর ১২টার দিকে শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বাসভবনের ভেতরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তার বিকট শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর রাজশাহীর বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে ততক্ষণে বাসভবনের অধিকাংশ রুমই পুড়ে যায়।

রাজশাহীর বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মিজানুর রহমান জানান, শাহরিয়ার আলমের বাসভবনে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর স্থানীয় জনতার সঙ্গে সমন্বয় করে দুপুর দেড়টার দিকে পুরো বাসভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এখন পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর