রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় প্রায় পাঁচলক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার নিঝুম দ্বীপে তিন প্রভাবশালী লুটে নিচ্ছে দুই শতাধিক কৃষকের ধান: অত্যাচারে অতিষ্ঠ জনজীবন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে নগর ৮ দলের যৌথ সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স পিএ কর্মকর্তাদের ‘বেছে বেছে হত্যার’ হুমকি দিলেন বেন গভির স্বৈরতন্ত্র প্রতিরোধে এ রায় মাইলফলক হয়ে থাকবে: ইউনুস আহমদ নির্বাচন বানচালে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা: যুবদল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে যা বললেন মির্জা ফখরুলের মেয়ে

বাধার মুখে অভিনেত্রীরা, উদ্বেগ প্রকাশ অভিনয়শিল্পী সংঘের

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১৫ বার পঠিত
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:-সাম্প্রতিক সময়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, পরীমণি, অপু বিশ্বাস উদ্বোধনী গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। এসব ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করেছে দেশের টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

রোববার (০২ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‌‘সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে এবং শিল্পীর স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

বিবৃতির মাধ্যমে তারা অভিযোগ তুলেছে, নারী অভিনয় শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে।

গত তিন মাসে রাজধানীর কামরাঙ্গীরচর, চট্টগ্রাম এবং টাঙ্গাইলে একই কায়দায় এই বাধার সম্মুখীন হয়েছেন অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী এবং পরীমণি।

এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

পাশাপাশি, শুটিং ও শিল্পীদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগও উত্থাপন করেছে সংগঠনটি।

অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ জানিয়েছে, ‘যদি কোনো অভিনয় শিল্পী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে।

তবে অহেতুক হয়রানি বন্ধ করা না গেলে, শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়বে। এতে দেশীয় শিল্প-সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে।

অভিনয় শিল্পী সংঘের এই বিবৃতি গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে প্রদান করা হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।

সংগঠনটির দাবি, এই সমস্যার দ্রুত সমাধান না হলে দেশের শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা এবং দেশের সাংস্কৃতিক পরিবেশ ধরে রাখা কঠিন হয়ে যাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর