বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪’র শহীদরা প্রাণ দেয়নি: ডা. শফিকুর রহমান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০৩ বার পঠিত
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক:-বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪ এর শহীদরা প্রাণ দেয়নি, দোহাই লাগে এসব বন্ধ করুন। শহীদদের রক্ত যেন বৃথা না যায়।

এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফেনীর পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালির হাটে ফেনীর শহীদ ইশতিয়াকের কবর জিয়ারাতের পরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

কবর জিয়ারতের পর জামায়াত আমির শহীদ ইশতিয়াকের বাবা ও মাসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর