চট্টগ্রাম প্রতিনিধি:-সমাজের পরিবর্তনশীলতার সাথে শিক্ষার মূল উদ্দেশ্য খাপ খায়ানোই শিক্ষার মূল উদ্দেশ্য ।
‘সমাজের পরিবর্তনশীলতার সাথে শিক্ষার মূল উদ্দেশ্য খাপ খায়ানোই শিক্ষার মূল উদ্দেশ্য’ এমন মন্তব্য করেছেন বিজিএমই ইউনির্ভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রচেসর ড. ওবায়দুল করিম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনের অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ও সৃজনশীল প্রকাশক সমিতি কর্তৃক বাস্তবায়িত ২৬ দিনব্যাপী অমর একুশে বইমেলা-২৫ এর দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্টানে সভাপতিত্ব করেন চসিকে প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমই ইউনির্ভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রচেসর ড. ওবায়দুল করিম, বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে-অধ্যাপক আলেমগীর মোহাম্মদ, সহকারী অধ্যাপক আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা এবং শিক্ষাবিদ ড. শামসুদ্দীন শিশির। আলোচকবৃন্দ পরিবর্তিত সময় পরিবেশের সাথে শিক্ষার সমন্বয় করে সমাজ সংস্কার ও শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখার উপর জোর দেন। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সমালকে সচেতন থাকা আবশ্যকীয়র বলে মন্তব্য করেন। শিক্ষক, শিক্ষার্থীদের বই পড়ার উপর জোর দেন। এতে উভয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আগামীর আগামীর পরিল্পনা প্রনয়ন সহজ হবে বলে মন্তব্য করেন।