শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।  ফেনী নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলি, রকেট ল্যান্সারের আগুনে পুড়ল বসতঘর পুলিশ পাহারায় খাগড়াছড়ি ছেড়েছেন জেলার আকতার হোসেন   সুষ্ঠ নির্বাচনের মধ্যেমে যে দল ক্ষমতায় আসবে তারাই দেশ চালাবেন – জয়নুল আবদিন ফারুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোনো সুযোগই দেখছেন না পন্টিং আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত ‘শাহরুখ খানের সাক্ষাৎকার নিতে চাই’ সিনেমা হলে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক তসলিমা নাসরিনকে যে সতর্কবার্তা দিলেন মামুনুল হক খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা জানালেন জাহিদ হোসেন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতা গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫ বার পঠিত
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক:-নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাকে সদর মডেল থানা গ্রেপ্তার করেন।

এর আগে শনিবার (১ ফেব্রুযারি) চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের নিজস্ব ভবনে নির্বাচনী সাধারণ সভায় জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করায় অ্যাডভোকেট জহিরুল ইসলামের দ্বারা লাঞ্ছনার শিকার হন চাঁদপুর জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন। ওই সময় জহির পুরো সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে আসেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

প্রাথমিকভাবে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিটা যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়াসাল শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় সদর মডেল থানায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের নামেও মামলা রয়েছে।

এছাড়া তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি (৫৫) হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাভোগ করেন আওয়ামী লীগের এ নেতা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর