শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের জন্য খাবার পরিবেশন রাজনৈতিক খোলস পাল্টাতে সক্রিয় আওয়ামী লীগের দোসর বাপ-বেটা চট্টগ্রাম চেম্বার নির্বাচনের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু দুই সপ্তাহের জন্য স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচন কালিগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার জ্যামাইকায় তাণ্ডবলীলা চালিয়ে এবার নতুন দেশের পথে ‘হারিকেন মেলিসা’ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা উত্তরায় হামলার শিকার সেই নারী-পুরুষ স্বামী-স্ত্রী নন ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫২ বার পঠিত
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক:-সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ব্রিটেনের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক।

মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন দুর্নীতির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মধ্যে থাকা টিউলিপ।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এই এমপি লন্ডনে ফ্ল্যাট নিয়ে এবং বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম নিয়ে আলোচনার মধ্যে ছিলেন।

সবশেষ যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট দুর্নীতিবিরোধী দায়িত্ব থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানানোর মধ্যে স্টারমারের মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের খবর এল।

রয়টার্স লিখেছে, পদত্যাগপত্রে টিউলিপ তিনি লিখেছেন, অভিযোগ পর্যালোচনার পর ব্রিটিশ সরকারের ইনডিপেনডেন্ট এথিকস অ্যাডভাইজর (স্ট্যান্ডার্ডস ওয়াচডগ) স্যার লাউরি ম্যাগনাস নিশ্চিত করেছেন যে, তিনি (টিউলিপ) মন্ত্রী হিসেবে কোনো নিয়ম লঙ্ঘন করেননি।

পরে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো টিউলিপ এক্স হ্যান্ডেলে তার পদত্যাগের কথা জানান। এতে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রের ছবিও পোস্ট করেন।

এদিকে রয়টার্স লিখেছে, টিউলিপকে লেখা স্টারমারের একটি চিঠি প্রকাশ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে তিনি লিখেছেন, “আপনার পদত্যাগপত্র গ্রহণ করার পাশাপাশি আমি এটাও স্পষ্ট করে বলতে চাই, স্বাধীন উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করে বলেছেন যে, তিনি মন্ত্রী হিসেবে আপনার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন ও আর্থিক অনিয়মের কোনো অভিযোগের ঘটনা পাননি।

আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর সেখানে এমা রেনল্ডসকে দায়িত্ব দিয়েছেন স্টারমার বলে জানিয়েছে রয়টার্স।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর