মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন কুমিল্লার মুরাদ নগরে হিন্দু নারী’কে ধর্ষন,অভিযুক্ত বিএনপি নেতা,এলাকা জুড়ে আলোড়ন তেঁতুলিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহম্মেদ তৌসিফ সেনবাগের সেবারহাট বাজারে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাঁই, ৫০ লক্ষ টাকার ক্ষতি “ডেপুটি কো-অর্ডিনেটর”মনোনীত অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ক্লাব অ্যাসেম্বলি সু সম্পন্ন এবার হলিউডের সিনেমায় শাকিব খান এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা ইসরাইল

চট্টগ্রামে টহল পুলিশের উপর হামলা গ্রেপ্তার ২।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৯ বার পঠিত
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ

এস এম ইরফান (চট্টগ্রাম):-চট্টগ্রাম নগরের চান্দগাও এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে চান্দগাও থানা পুলিশ।

চান্দগাও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রাতে নগরীর চান্দগাও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মো. হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ। পরে চান্দগাও থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ঘটনা স্থল থেকে হামলাকারদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকার মনছুর আহমেদ এর ছেলে মো. মোরশেদ (৩১) ও বোয়ালখালী জব্বার সওদাঘর বাড়ির শামসুল আলমের ছেলে মো. করিম (৩৮)। গতকাল রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আফতাব উদ্দিন বলেন, মোহরা পুলিশ বক্সের সামনে নিয়মিত চেকপোস্টে তল্লাশি চলাকালে সিএনজিতে অবস্থানরত দুজন পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

 

এই বিষয়ে চান্দগাও থানার ওসি আফতাব উদ্দিন বলেন: গ্রেপ্তারদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর