অর্থনৈতিক রিপোর্টার :-বিগত আওয়ামী লীগ সরকার মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পরিসংখ্যান ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর পর জিডিপির প্রকৃত চিত্র তুলে ধরলো অন্তর্বর্তী সরকার। এতে দেখা যাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত যেকোনও সময়ের চেয়ে কমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৮১ শতাংশ। এই পরিসংখ্যান দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভঙ্গুর দশাকে ইঙ্গিত করছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে।
করোনাকালীন লকডাউনের সময়কাল বাদ দিলে আশির দশকের পর এটিই সবচেয়ে ধীর প্রবৃদ্ধি। মহামারি করোনাকালীন ২০২০-২১ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে প্রবৃদ্ধি আরও তলানিতে গিয়ে ঠেকেছিল। তখন অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে ০ দশমিক ৯৩ শতাংশে নেমেছিল।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, করোনাকালীন ২০১৯-২০ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি দেখানো হয়েছিল ৩ দশমিক ৫১ শতাংশ। যদিও এক বছরের বেশি সময় ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দাবি ছিল— ওই অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ২৪ শতাংশ।