রাজনীতি ডেস্ক:-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূ ইয়াও ওয়েন
সোমবার ঢাকায় চীন দূতাবাসের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই বৈঠকের খবর দেওয়া হয়।
পোস্টে বলা হয়, “রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন তারা।”
বাসসের খবরে বলা হয়, বারিধারায় চীন দূতাবাসে বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়; চলে দুপুর ১২টা পর্যন্ত।