শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।  ফেনী নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলি, রকেট ল্যান্সারের আগুনে পুড়ল বসতঘর পুলিশ পাহারায় খাগড়াছড়ি ছেড়েছেন জেলার আকতার হোসেন   সুষ্ঠ নির্বাচনের মধ্যেমে যে দল ক্ষমতায় আসবে তারাই দেশ চালাবেন – জয়নুল আবদিন ফারুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোনো সুযোগই দেখছেন না পন্টিং আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত ‘শাহরুখ খানের সাক্ষাৎকার নিতে চাই’ সিনেমা হলে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক তসলিমা নাসরিনকে যে সতর্কবার্তা দিলেন মামুনুল হক খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা জানালেন জাহিদ হোসেন

চারদিনেই ১০০ মিলিয়ন আয় করবে ক্যাপ্টেন আমেরিকা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১:১২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:-চলতি বছরে হলিউডে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা মুক্তি পাবে। ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। বহুল প্রতিক্ষীত সেসব সিনেমাগুলোর একটি ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। এটি আগামী মাসে মুক্তি পাবে। দীর্ঘদিন ধরেই মার্ভেল সিনেমার ভক্তরা এই ছবির অপেক্ষায় দিন গুনছেন।

বছরের প্রথম সিনেমা হিসেবে এটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। ধারণা করা হচ্ছে মার্ভেল স্টুডিওসের নতুন সিনেমাটি মুক্তির প্রথম চারদিনেই ১০০ মিলিয়ন ডলার আয় করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি ১৪ থেকে ১৭ তারিখের প্রেসিডেন্টস ডে উইকএন্ড হিসেবে ধরা হয়। এই চারদিনে দেশটি উৎসবমুখর হয়ে উঠে। ছুটির আমেজে চারদিকে দেখা যায় নানা উৎসব ও কনসার্টের আয়োজন। এসময় সিনেমা মুক্তির দারুণ উপযোগী সময় বলে পরিচিত।

এইসব বিবেচনা করেই ডেডলাইন মনে করছে, ক্যাপ্টেন আমেরিকার নতুন পর্বটি ১০০ মিলিয়ন ডলার আয় করতে পারে। এটা ৮৬ মিলিয়ন থেকে ৯৫ মিলিয়ন ডলারও হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই পূর্বাভাসে সিনেমাটির কাস্ট পরিবর্তন এবং পুরো ফ্র্যাঞ্চাইজির নতুন রূপের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। আসন্ন এই কিস্তি ২০১৪ সালের ‌‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’ সিনেমার মতো বাস্তববাদী গল্পে নির্মিত। সেই ছবিটি ৯৫ মিলিয়ন ডলার আয় করেছিল।

ট্র্যাকিং সার্ভিস কুয়েরাম জানায়, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ আগামী মাসে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ অর্জন করেছে। যার স্কোর ৫৮। এটি ইউনিভার্সালের উলফ ম্যান (৪৪), লাইন্সগেটের ফ্লাইট রিস্ক (৩৭) এবং সনি স্টুডিওর প্যাডিংটন ইন পেরু (৩৬) সিনেমাগুলোর চেয়ে বেশি। সিনেমাটি পুরুষ দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে ৩৫ বছরের নিচের নারীদের মধ্যেও এ ছবির প্রভাব যথেষ্ট।

টিকিট বিক্রির বিষয়ে ৬৭% দর্শক সিনেমাটি থিয়েটারে দেখার জন্য প্রস্তুত। যা আসন্ন প্রতিযোগী সিনেমাগুলোর তুলনায় অনেক বেশি। যেমন উলফ ম্যান ৫৭%, ফ্লাইট রিস্ক ৫৭%, কোম্প্যানিয়ন ৩৭% এবং প্যাডিংটন ইন পেরু ৪৫%।

জুলিয়াস ওনাহ পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের পর থেকে। সেখানে স্যাম উইলসন স্টিভ রজার্সের দেওয়া ঢালটি গ্রহণ করেন। সেই সিরিজের সফলতা দেখে আশা করা হচ্ছে, সিনেমাটি তার ফ্যানবেজের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর