রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পটিয়া জিরি ইউনিয়নের কৈয়গ্রামের নোয়াপাড়ায় এক বৃদ্ধকে মারধর করে গুরুত্বর জখম সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনে পি.ইউ.ও. বিদায় ও ক্যাডেট সার্জেন্ট ইনচার্জের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন। কারাগার থেকে বন্দিরা আমাকে ফোন দেয়: আইজি প্রিজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ ৩ দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে: জিএমপি কমিশনার দেশের ইতিহাসে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ ‘‌আজকের পুরুষদের দেখে বিয়ের ইচ্ছে জাগে না’ কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

চারদিনেই ১০০ মিলিয়ন আয় করবে ক্যাপ্টেন আমেরিকা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১:১২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:-চলতি বছরে হলিউডে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা মুক্তি পাবে। ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। বহুল প্রতিক্ষীত সেসব সিনেমাগুলোর একটি ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। এটি আগামী মাসে মুক্তি পাবে। দীর্ঘদিন ধরেই মার্ভেল সিনেমার ভক্তরা এই ছবির অপেক্ষায় দিন গুনছেন।

বছরের প্রথম সিনেমা হিসেবে এটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। ধারণা করা হচ্ছে মার্ভেল স্টুডিওসের নতুন সিনেমাটি মুক্তির প্রথম চারদিনেই ১০০ মিলিয়ন ডলার আয় করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি ১৪ থেকে ১৭ তারিখের প্রেসিডেন্টস ডে উইকএন্ড হিসেবে ধরা হয়। এই চারদিনে দেশটি উৎসবমুখর হয়ে উঠে। ছুটির আমেজে চারদিকে দেখা যায় নানা উৎসব ও কনসার্টের আয়োজন। এসময় সিনেমা মুক্তির দারুণ উপযোগী সময় বলে পরিচিত।

এইসব বিবেচনা করেই ডেডলাইন মনে করছে, ক্যাপ্টেন আমেরিকার নতুন পর্বটি ১০০ মিলিয়ন ডলার আয় করতে পারে। এটা ৮৬ মিলিয়ন থেকে ৯৫ মিলিয়ন ডলারও হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই পূর্বাভাসে সিনেমাটির কাস্ট পরিবর্তন এবং পুরো ফ্র্যাঞ্চাইজির নতুন রূপের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। আসন্ন এই কিস্তি ২০১৪ সালের ‌‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’ সিনেমার মতো বাস্তববাদী গল্পে নির্মিত। সেই ছবিটি ৯৫ মিলিয়ন ডলার আয় করেছিল।

ট্র্যাকিং সার্ভিস কুয়েরাম জানায়, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ আগামী মাসে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ অর্জন করেছে। যার স্কোর ৫৮। এটি ইউনিভার্সালের উলফ ম্যান (৪৪), লাইন্সগেটের ফ্লাইট রিস্ক (৩৭) এবং সনি স্টুডিওর প্যাডিংটন ইন পেরু (৩৬) সিনেমাগুলোর চেয়ে বেশি। সিনেমাটি পুরুষ দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে ৩৫ বছরের নিচের নারীদের মধ্যেও এ ছবির প্রভাব যথেষ্ট।

টিকিট বিক্রির বিষয়ে ৬৭% দর্শক সিনেমাটি থিয়েটারে দেখার জন্য প্রস্তুত। যা আসন্ন প্রতিযোগী সিনেমাগুলোর তুলনায় অনেক বেশি। যেমন উলফ ম্যান ৫৭%, ফ্লাইট রিস্ক ৫৭%, কোম্প্যানিয়ন ৩৭% এবং প্যাডিংটন ইন পেরু ৪৫%।

জুলিয়াস ওনাহ পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের পর থেকে। সেখানে স্যাম উইলসন স্টিভ রজার্সের দেওয়া ঢালটি গ্রহণ করেন। সেই সিরিজের সফলতা দেখে আশা করা হচ্ছে, সিনেমাটি তার ফ্যানবেজের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর