শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।  ফেনী নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলি, রকেট ল্যান্সারের আগুনে পুড়ল বসতঘর পুলিশ পাহারায় খাগড়াছড়ি ছেড়েছেন জেলার আকতার হোসেন   সুষ্ঠ নির্বাচনের মধ্যেমে যে দল ক্ষমতায় আসবে তারাই দেশ চালাবেন – জয়নুল আবদিন ফারুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোনো সুযোগই দেখছেন না পন্টিং আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত ‘শাহরুখ খানের সাক্ষাৎকার নিতে চাই’ সিনেমা হলে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক তসলিমা নাসরিনকে যে সতর্কবার্তা দিলেন মামুনুল হক খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা জানালেন জাহিদ হোসেন

হাতিয়ায় সংরক্ষিত বন কাটার দায়ে ২ জনকে কোর্টে সোপর্দ 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২ বার পঠিত
আপডেট : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী): হাতিয়ায় সংরক্ষিত সরকারি বাগানে রাতের আঁধারে গাছ কেটে বন পরিস্কার করার সময় দুইজনকে আটক করেছে জাহাজমারা সদর বিটের বনরক্ষীরা। এ সময় তাদের কাছে গাছ কাটার কুড়াল ও দা জব্দ করা হয়।

জাহাজমারা বনবিভাগ থেকে জানা যায়, গতরাতে (১১ জানুয়ারি) বিশ্বস্ত সূত্রের সংবাদের ভিত্তিতে বিট অফিসার বোখারী আহমেদ টহল স্টাফ সহ চর ইউনুছ ও হাজীর গোপট এলাকায় দেখতে পান ৪-৫জন লোক কুড়াল দিয়ে গাছ কাটছে। কেউ কেউ দা দিয়ে গেওয়া চারা গাছ কেটে জমি পরিস্কার করছে। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত বেছু মাঝির ছেলে সাহারাজ (৫০) ও একই ওয়ার্ডের মদিন সর্দারের ছেলে আলতাফ হোসেন (৪০) কে আটক করে বনরক্ষীরা। পালিয়ে যাওয়া ৩ জনকেও টর্চ লাইটের আলোতে চিনতে পেরেছেন বলে বিট অফিসার জানান।

এ সময় ঘটনাস্থলে আসামীদের কাটা আনুমানিক ৮০০টি ১ ফুট বেড়ের গেওয়া চারা গাছ ও রিং করা কেওড়া গাছের বাকল, ১ টি কুড়াল ও ১টি দা জব্দ করা হয়।

আসামীগণ জমি তৈরীর উদ্দেশ্যে আনুমানিক ১.৫ একর জমির চারা গাছ এবং ১৫ টি কেওড়া গাছের গোড়ায় বাকল কেটে রিং করেছে। সরকারি বাগানের ক্ষয়ক্ষতির বিবরণে সর্বমোট ১২ লাখ ৮০ হাজার টাকার পরিমান উল্লেখ করা হয়েছে।

রোববার(১২ জানুয়ারি) দুপুরে আটককৃত আসামীদেরকে আদালতে বন আইনে জামিন অযোগ্য মামলায় সোপর্দ করা হয়েছে।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান জানান, আসামীরা সংরক্ষিত বনে অনধিকার প্রবেশ করে সরকারি গাছ কেটে পরিবেশ ও রাষ্ট্রের ক্ষতিসাধন করছে। বনের জমি জবরদখলের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইনে(২০০০ সালে সংশোধিত) মামলা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর