সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরনে দোয়া,আলোচনা সভা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা উপজেলার কাদরা ইউনিয়নের নিজ-সেনবাগ ভুইয়াবাড়ির সামনে বিএনপি নেতা, চট্রগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হক ভুঁইয়ার(হক সাহেব) সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফহুইপ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।
সেনবাগ উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কামরুল হাসান তুহিনের সঞ্চালনায় এসময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ, উপজেলা বিএনপি নেতা এডভোকেট বেলায়েত হোসেন, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফারুক বাবুল, মোঃ শহিদুল ইসলাম , উপজেলা বিএনপির নেতা জিএস শহিদুল ইসলাম, বিএনপির নেতা মির্জা মোস্তফা, বিএনপি নেতা আলী আক্কাছ মেম্বার, সেনবাগ পৌরসভা যুবদলের আহবায়ক মোকারম হোসেন। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্রগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা খোরশেদ আলম ফোটন চৌধুরী, যুবদল নেতা ইলিয়াছ, ইউনিয়ন যুবদলের সভাপতি বিপ্লব, বিএনপি নেতা আবদুল মন্নান, ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ উল্যাহ, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত সকলের জন্য দোয়া ও মেজবানের আয়োজন করেন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হক ভূঁইয়া।
এন এইচ সুমন
সেনবাগ প্রতিনিধি