শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

খালেদা জিয়াকে দেশ ও রাজনীতি ছাড়া করতে গিয়ে শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পালিয়েছেন-সাবেক চীফহুইপ ফারুক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১৮ বার পঠিত
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও দেশ ছাড়া করতে গিয়ে আজ শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

এছাড়া তারুণ্যের অহংকার, ৫ আগষ্টের অন্যতম রুপকার তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলা দিয়ে যারা তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করেছে তাদেরকে বিচারের আওতায় আনার ও দাবি জানান।

সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক এসব দাবি জানান।
২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্বে বিজয় দিবসে সেনবাগ উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করে দলের নেতাকর্মীদের আহত করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের ও দাবি জানান।

এ ছাড়া সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে একটি অবাধ,সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান সরকারের প্রতি আহবান জানান।

সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক তামান্না ফারুক থীমা, সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, জেলা বিএনপির উপদেষ্টা মিয়া মোহাম্মদ ইলিয়াস,পৌর বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক সবুজ,সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল,সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, চট্টগ্রামস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক লায়ন সাইফুল ইসলাম, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া,বিএনপি নেতা নুর নবী বাচ্চু,একরামুল হক সোহাগ,ভিপি জাহাঙ্গীর,মির্জা মোস্তফা, রহিম উল্যাহ চৌধুরী সুজন,হুমায়ুন কবির হুমু, সুলতান সালাউদ্দীন লিটন, ফুটন চৌধুরী, সহিদ উল্যাহ মিন্টু, কামরুল হাসান তুহিন, নুর নবী রাজু,ইমরান হোসেন স্বপন,সানা উল্যাহ,মহিন উদ্দিন মহিন।

এ সময় উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে উপজেলা বিএনপি কার্যালয় থেকে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে একটি বিশাল বিজয় র‍্যালী উপজেলা চত্বরে স্মৃতি স্তম্ভে গিয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এন এইচ সুমন
সেনবাগ প্রতিনিধি

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর