হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালী হাতিয়া উপজেলায় ইটভাটা মালিক সমিতির নতুন কমিঠি গঠন করা হয়েছে। এতে মেসার্স এস আর পি ব্রিক ফিল্ডের মালিক তানভির হায়দার সভাপতি ও সাফদার ব্রিক ফিল্ডের মালিক আমজাদ উদ্দিন সাফদারকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে মালিক সমিতির পক্ষ থেকে লেখিত ভাবে এই তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে ইটভাটা মালিকদের এই জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিশ জন সদস্য সবাই উপস্থিত ছিলেন । পরে সভাপতি পদে তানভির হায়দার ও সাধারন সম্পাদক পদে আমজাদ উদ্দিনের নাম ঘোষনা করা হলে উপস্থিত সবাই তাতে সমর্থন দেন।
আগামী কয়েক দিনের মধ্যে সভাপতি ও সাধারন সম্পাদক অন্যান্য পদের নাম ঘোষনা করবেন। এই কমিঠি আগামী তিন বছর তাদের দায়িত্ব পালন করবেন।
হাতিয়াতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ২০টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটা মালিকরা নিজেদের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার জন্য এই সংগঠন করেন। নতুন এই কমিঠি ইটভাটা মালিকদের বিভিন্ন বিষয় দেখবাল করবেন।