লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফৌজুল কবির ফজলুর নেতৃত্বে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পদক্ষিণ করে মাশাবি রেস্টোরেন্ট চত্বরে এসে সমাবেশ শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফৌজুল কবির ফজলু।
এতে বক্তব্য রাখেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী,লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মকছুদ হোসেন,যুবদল নেতা মো:মারুফ, জিয়াবুল হোসেন,মোরশেদুল আলম,মো:আলমগীর আনোয়ার হোসেন,শাহজাহান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন,মো:মহিউদ্দিন,ছাত্রদল নেতা দিদার হোসেন, মো: খোরশেদ আলম,মানিক সাইমন জিসান,সহ যুবদল স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফৌজুল কবির ফজলু বলেন,স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিল। ঘুম, খুন অত্যাচার-নির্যাতন, জুলুম, ঘুষ-দুর্নীতি, নির্দোষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা করে দীর্ঘ ১৬ টি বছর রাষ্ট্রের সম্পদ ও জাতিকে শোষণ করেছে। শেখ হাসিনা বাংলার দামাল তরুন ও দেশবরেণ্য ছাত্র জনতার উপর নির্মম পাশবিকতা চালিয়ে গণহত্যা করেছে। বাংলার দেশ প্রেমিক ছাত্র-জনতা রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছে। আমরা বাংলার দামাল তরুণ ছাত্র-ছাত্রীদের স্যালুট জানাই। শহীদের প্রতি অবনত মস্তকে বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা দেশি ও আন্তর্জাতিক আদালতে খুনি হাসিনার বিচারের মধ্যদিয়ে ফাঁসির দাবি করছি।