সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: আন্দোলনকারি সকল দলের সহযোগিতা নিয়ে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার বিকেলে দীর্ঘ ১৬ বছর পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
জনাব ফারুক তার বক্তব্যে বলেন আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফেরার সুযোগ করে দিতে হবে,শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবু সাঈদ,মুগ্ধ সহ সকল হত্যার বিচার করতে হবে।ওয়ান ইলেভেন সরকারের মতো কোন মাইনাস ফর্মুলায় যাবেন না,বিএনপিকে মাইনাস করা সম্ভব হবে না।
জনাব ফারুক আরও বলেন শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ দেখেন নি, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা ও শুনেন নি, তিনি আআত্মসমর্পণ করে পাকিস্তান চলে যান, তাই তার দলের নেতারা বলেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেন নি,প্রকৃত মুক্তিযোদ্ধারাই জানেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।
সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আমিন উল্যাহ বিএসসি ও যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন,জেলা বিএনপির উপদেষ্টা মিয়া মো: ইলিয়াস, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক সবুজ,সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ,বিএনপি নেতা নুর নবী বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আলী বাবর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক নুর নবী রাজু, পৌর যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন স্বপন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন প্রমুখ।
দীর্ঘদিন পর ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জনসভায় হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের অংশ গ্রহনে মুখরিত হয়ে উঠে সেনবাগ পৌর শহর।