হাতিয়া উপজেলা (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে হাতিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক খোকন।
বিশেষ অতিথির বক্তব্য দেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন,
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা কামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কাদের হালিমী প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও প্রকৌশল মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোকাররম বিল্যাহ শাহাদাতের, সঞ্চালনায় ছিলেন
হাতিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো।
বক্তারা সকল ভেদাভেদ ভুলে এবং গ্রুপিং বাদ দিয়ে হাতিয়া উপজেলায় ঐক্যবদ্ধ বিএনপি গড়তে সকলকে একসাথে কাজ করতে আহবান জানান।
এসময়, হাতিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি বাসার হাওলাদার, হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্ট বার সদস্য নুর হোসেন সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফাহিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন ও ছাত্র দলের নেতাকর্মীরা সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে সংগঠনটির নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলে আসতে শুরু করে। পরে বেলা সাড়ে ১১ থেকে আলোচনা সভা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলতে থাকে।