নিজস্ব প্রতিনিধি: গতকাল ০৬ ই নভেম্বর ইসলামী ছাত্রশিবির আকবরশাহ থানার উদ্যোগে সাবেক দায়িত্বশীলদের নিয়ে এক মিলন মেলা স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
থানা শিবির সভাপতি মোঃ সাইদুল আলম এর সঞ্চালনায় উক্ত মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা শিবিরের সাবেক দায়িত্বশীল এবং আকবর শাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা শিবির সভাপতি মোঃ শহীদুল ইসলাম।
উক্ত মিলন মেলায় সাবেক দায়িত্বশীলরা স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন।তারা বলেন,আমরা সকলে কোনোনা কোনোভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুমের শিকার।৫ আগষ্ট ছাত্র জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ আমরা নতুন এক স্বাধীনতা পেয়েছি।ভবিষ্যতে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে আরো গতিশীল ভুমিকা পালন করতে হবে।দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে।
সাবেকদের মধ্যে উপস্থিত ছিলেন, ফখরুদ্দীন আহমেদ রোকন সাবেক দায়িত্বশীল, আবদুল কাদে (সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক চট্টগ্রাম মহানগর দক্ষিণ ),সৈয়দ শাহাদাত হোসাইন ( ছাত্র আন্দোলন সম্পাদক চট্টগ্রাম মহানগর দক্ষিণ) মনিরুল কিবরিয়া ( সাবেক মাদ্রাসা সম্পাদক, শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ)আবু দাউদ দিদার ( সাবেক স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক, চট্টগ্রাম মহানগর দক্ষিণ )মাওলানা লোকমান হাকীম ভাই ( শিবির সাবেক মাদ্রাসা সম্পাদক চট্টগ্রাম মহানগর দক্ষিণ )
সবশেষে থানা শিবির সভাপতি সাইদুল আলম সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।