হাতিয়া উপজেলা প্রতিনিধি, নোয়াখালী: হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের রাস্তার মাথায় বজ্রপাতে আফছানা আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর বারোটার দিকে নিঝুম দ্বীপের রাস্তার মাথা নামক স্থান কিশোরীর নিজ বাড়িতে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
বজ্রপাতে নিহত কিশোরী আফছানা আক্তার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ ইউছুফের মেয়ে।
খোঁজ নিয়ে স্থানীয়দের থেকে জানা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অবস্থায় কিশোরী আফছানা আক্তার নিজ বাড়ির গাছ তলায় জ্বালানি লাকড়ি সংগ্রহ করছিল। এমতাবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে, রিপোর্ট’টি লেখা পর্যন্ত নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্র বজ্রপাতের এ ঘটনায় নিহতের কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।