উত্তরা প্রতিনিধিঃ রাজধানীর মেগা সিটি উত্তরায় গত ০১-১১-২০২৪ ইং রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় “বাবর মুক্তি পরিষদ” নামক সংগঠনের ব্যানারে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মানব বন্ধনটি মোহনগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খান হাসান ও মকবুল এর উদ্যোগে
বৃহত্তর উত্তরা – আব্দুল্লাহপুর, ঢাকা ” বাবর মুক্তি পরিষধ” সংগঠনটি সাবেক সফল স্বরাস্ট্র প্রতিমন্ত্রী , মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি তথা নেত্রকোনা জেলার গণমানুষের জনপ্রিয় ও জননন্দিত জননেতা লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানব আয়োজন করা হয় বলে পরিষদ সূত্রে জানা গেছে ।
উত্তরা, হাউসবিল্ডিং – বিএনএস হয়ে আজমপুর পর্যন্ত ,মহাসড়কে এ মানব বন্ধনে উপস্থিতি ঢাকা বাসীর চোখে আলোড়ন সৃষ্টি করে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কারারুদ্ধ নেতা বাবরের আস্থাভাজন মির্জা হায়দার ও স্থানীয় নেতৃবৃন্দ জুমআর নামাজ শেষে ২টা থেকে আসতে শুরু করে।
দলীয় শৃঙ্খলা মেনে উক্ত মানব বন্ধনে -যার যার অবস্থান থেকে নিজ দায়িত্বে অংশ গ্রহণ করতে দেখা গেছে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের। এসময বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দর সামনে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন ভুইয়া, সাবেক সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর নেতা উজ্জ্বল বিপুল মির্জা রুবেল চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খালেদ হোসেন তুহিন সাবেক ছাত্র নেতা মোহনগঞ্জ উপজেলা।
এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের প্রিয় নেতা বাবুরকে মুক্তির অনুরোধ রাখেন দ্রুত মুক্তির ব্যবস্থা না হলে দুর্বল আন্দোলন গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।