হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ(অস্থায়ী) সভা কক্ষে মাসিক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মানসি রাণী দাস, মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত, হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো: তৌহিদুল আনোয়ার, মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান ও বিসিজি হাতিয়া স্টেশন কমান্ডার, বিভিন্ন বাজার বনিক সমিতির দায়িত্বশীল’রা সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা কৃষি উৎপাদনে ভেজাল কীটনাশক, আমন রক্ষায় লোনা বাঁধ নির্মাণ, বিভিন্ন বাজার ও সড়কে অবাধে ছাগল ছেড়ে দিয়ে জনমানুষের ক্ষতি এবং সড়ক দুর্ঘটনা বৃদ্ধির বিষয় তুলে ধরেন।
এসময় সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের সচিব’রা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।