নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ নং উত্তর কাট্টলি ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। এর নেতৃত্বে ছিলেন শহিদুল ইসলাম সমু এবং হারুন উর রশিদ। আয়োজনে সার্বিক তত্বাবদানে ছিলেন আনসারুল ইসলাম।
এতে প্রধান অথিতি হিসাবে উপস্খিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাধারন সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরি মাঈনু্
এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর কাট্টলি বিএনপির সভাপতি রফিক উদ্দিন চৌধুরি,ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ফরিদুল আলম, সিনিয়র সহ সভাপতি কুতুব উদ্দিন, সিনিয়র সাধারন সম্পাদক মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, মোঃজাহাঙ্গীর, শাহাজাহান, নুরুল হক।
বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক -মোঃ রাসেদ
যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি।
এছাড়াও উপস্তিত ছিলেন মোঃ সিরাজ উদ্দিন,সাজ্জাদ হোসেন,আবু তৌহিদ।
আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ শহীদ মোঃ কাশেম, জিয়া উদ্দিন, রাফি , ইলিয়াছ বাপ্পি, আবু মুছা অপু, আনোয়ার, রাজ্জাক, সায়েম,রশিদ, রানা, কাওসার ।
এছাড়াও উপস্তিত ছিলেন নেছার উদ্দিন,জানে আলম, মইনুদ্দিন,ইমতিয়াজ, মোঃফাহিম, মোঃসামির, বাবর,মুনতাসিম, সজিব, মহসিন,হানিফ,বেলায়েত, হান্নান,রুবেল, সোহেল, আরজু, সেলিম, রিপন, হিজল মিএ,শুভ,রাশেদ, বাদশা, জিসান, টিপু, আরাফাত,জুয়েল, জহরুল, মাসুদ, রুসতম,রিয়াদ, আঙ্গুর, সুমন, ইমরান, টুটুল, তসলিম, মনির,ফয়সাল, আরিফ, পারভেজ, সোহেল, রাহাত, রহিম সাইফুল,পাপ্পু,মাহি,
তৌকির, জুয়েল, শাহাজান,তানসিব,আসিফ, সানি,আবির।
আরো উপস্তিত ছিলেন ছাএদল, সেচ্ছাসেবক দল,শ্রমিক দল,তাতীদল,কৃষক দল এর নেতৃবৃন্দ।
এই সময় যুবদলের নেতৃবৃন্দের পক্ষ থেকে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়।