মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন কুমিল্লার মুরাদ নগরে হিন্দু নারী’কে ধর্ষন,অভিযুক্ত বিএনপি নেতা,এলাকা জুড়ে আলোড়ন তেঁতুলিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহম্মেদ তৌসিফ সেনবাগের সেবারহাট বাজারে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাঁই, ৫০ লক্ষ টাকার ক্ষতি “ডেপুটি কো-অর্ডিনেটর”মনোনীত অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ক্লাব অ্যাসেম্বলি সু সম্পন্ন এবার হলিউডের সিনেমায় শাকিব খান এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা ইসরাইল

শেরপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৩ অপরাহ্ণ

ইসমাইল হোসেন,শেরপুর: শেরপুর সদর উপজেলার বেতমারী এলাকায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে মো. বাবুল মিয়া নামে এক কৃষকের বাড়িতে অগ্নিসংযোগ এর অভিযোগ উঠেছে।এতে বেতমারী মধ্যপাড়া গ্রামের বাবুল মিয়ার বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবুল মিয়ার ছেলে মো: মোস্তাকিন বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১১৩৫/২৪।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে বাবুল মিয়ার বসতবাড়িতে আগুন জ্বলতে থাকলে স্থানীয় জনতা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় আগুন নিভানো সম্ভব হয় নি। এতে করে বাবুল মিয়ার প্রায় ১১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

ভুক্তভোগী বাবুল মিয়ার ছেলে মোস্তাকিন বলেন, আমাদের গ্রামের নুরজামালের সাথে কয়দিন আগে আমার ঝগড়া হয়েছিল। তাদের লোকজনই এ কাজ করেছে। আমার সবকিছু পুড়ে গেছে”। আমাদের প্রায় ১১ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

ওই গ্রামের প্রতিবেশী আবু রায়হান জানান, গভীর রাতে মানুষজনের চিৎকারে ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তাতে লাভ হয়নি সব পুড়ে গেছে। ” আমরা এ ঘৃন্য ঘটনার বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায় নি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর