শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় প্রায় পাঁচলক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার নিঝুম দ্বীপে তিন প্রভাবশালী লুটে নিচ্ছে দুই শতাধিক কৃষকের ধান: অত্যাচারে অতিষ্ঠ জনজীবন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে নগর ৮ দলের যৌথ সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স পিএ কর্মকর্তাদের ‘বেছে বেছে হত্যার’ হুমকি দিলেন বেন গভির স্বৈরতন্ত্র প্রতিরোধে এ রায় মাইলফলক হয়ে থাকবে: ইউনুস আহমদ নির্বাচন বানচালে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা: যুবদল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে যা বললেন মির্জা ফখরুলের মেয়ে

শেরপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৯৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৩ অপরাহ্ণ

ইসমাইল হোসেন,শেরপুর: শেরপুর সদর উপজেলার বেতমারী এলাকায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে মো. বাবুল মিয়া নামে এক কৃষকের বাড়িতে অগ্নিসংযোগ এর অভিযোগ উঠেছে।এতে বেতমারী মধ্যপাড়া গ্রামের বাবুল মিয়ার বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবুল মিয়ার ছেলে মো: মোস্তাকিন বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১১৩৫/২৪।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে বাবুল মিয়ার বসতবাড়িতে আগুন জ্বলতে থাকলে স্থানীয় জনতা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় আগুন নিভানো সম্ভব হয় নি। এতে করে বাবুল মিয়ার প্রায় ১১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

ভুক্তভোগী বাবুল মিয়ার ছেলে মোস্তাকিন বলেন, আমাদের গ্রামের নুরজামালের সাথে কয়দিন আগে আমার ঝগড়া হয়েছিল। তাদের লোকজনই এ কাজ করেছে। আমার সবকিছু পুড়ে গেছে”। আমাদের প্রায় ১১ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

ওই গ্রামের প্রতিবেশী আবু রায়হান জানান, গভীর রাতে মানুষজনের চিৎকারে ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তাতে লাভ হয়নি সব পুড়ে গেছে। ” আমরা এ ঘৃন্য ঘটনার বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায় নি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর