উত্তরা প্রতিনিধিঃ বিমানের ফ্লাইট পার্সার আবীরের লোকেরা সাংবাদিক এইচ আর হাবিব কে দেখে নেওয়ার হুমকি।
বাংলাদেশ বিমানের ফ্লাইট পার্সার ৫ ই আগষ্ট এর প্লটিবাজ। দূর্নীতিবাজ মাষ্টার ও চোরাকারবারি খ্যাত আবীর, যুবিন গংদের অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য স্বাক্ষাতকার নিলে, চলমান দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এইচ আর হাবিবকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এইচ আর হাবিব বাংলাদেশ বিমানের ক্রুদের মধ্যে একটি অংশ গত ৫-ই আগষ্টে ছাত্র জনতার অভূত্থানে বিরোধিতাকারী পল্টিবাজ, দূর্নীতিবাজ এমন বিমান ক্রুদের উল্লেখিত সময় এবং তার পরবর্তীতে অন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চেষ্টা করছিল।
সেই ক্রুদের বিস্তারিত পরিচয় এবং বাংলাদেশ বিমান কর্তৃক ব্যবস্থা না নেওয়ার কারণ অনুসন্ধানে কাজ করছিলেন তিনি। সংবাদের তথ্য যাচাই বাছাই প্রয়োজনে স্বাক্ষাতকার নিলে তারপর একটি গ্রামীণ ফোন নম্বর থেকে সাংবাদিক এইচ আর হাবিবকে দেখে নেওয়ার হুমকি স্বাভাবিক ভাবে দেখছেন না সাংবাদিক নেতৃবৃন্দ বলে জানা গেছে।ক্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন এইচ আর হাবিবকে হুমকি দু:খজনক।
এর বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
বিষয়টি নিয়ে এইচ আর হাবিব উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর ৪৬৬।