সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য খামারীদের আর্থিক সহায়তা প্রদান, পাঁচ বছরের জন্য সুদ মুক্ত ঋণ প্রদান, খামারীদের সকল ঋণের কিস্তি ৫ বছরের জন্য স্থগিত করা, যাবতীয় মৎস্য খাদ্যের দাম কমানো, মাছের পোনার দাম কমানো সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সেনবাগ থানা চত্বরে উপজেলা মৎস্য খামার এসোসিয়েশনের উদ্যাগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা মৎস্য এসোসিয়েশনের সভাপতি সামছুদ্দোহা, সাধারন সম্পাদক জিয়া উদ্দিন, সহ-সভাপতি জাফর আহমেদ ও এয়াছিন আলী বাবর, সাংগঠনিক সম্পাদক আলী হাছান, সদস্য কামালা উদ্দিন বাবুল বক্তব্য রাখেন। পরে এসোসিয়েশনের সভাপতি সম্পাদকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবরের স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য সেনবাগে ভয়াবহ বন্যায় প্রায় ৯০ শতাংশ মাছের খামার ভেসে যায়।এতে অধিকাংশ খামারি আর্থিক ভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ে।