সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চুনতি হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হলেন ডাঃ মাহমুদুর রহমান হাতিয়ায় গৃহিণীকে পিটিয়ে জখম: থানায় অভিযোগ বিদ্যুৎ বিলের কপিতে হাসিনার স্লোগান,গ্রাহকদের ক্ষোভ হাতিয়ায় ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন মিরসরাইয়ে ‘বিএনপির অনুমতি না নেয়ায়’ জামায়াতের কর্মী সমাবেশে হামলা, অভিযোগ সাংবাদিকসহ আহত-১০ নাহার এগ্রো’র বিজনেস পার্টনার্স কনফারেন্স ২০২৪ অনুষ্ঠান সম্পন্ন সাংবাদিক মোমিনুল ইসলামের শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ হোসেন আর নেই হাতিয়ায় বৃদ্ধাকে পিটিয়ে জখম,থানায় অভিযোগ গাজীপুর মহানগর,কোনাবাড়ীতে ওয়াজ ও দোয়া মাহফিল সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মনিরুলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৭ বার পঠিত
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ

মো: মোস্তফা : ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল ইসলাম দীপ্তের মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভাঙচুর ও হামলার কোনো সম্পর্ক নেই বলে তার পরিবার ও বন্ধুরা দাবি করেছেন। তাদের অভিযোগ, দীপ্তকে প্রায় ৯ ঘণ্টা বিনা চিকিৎসায় জরুরি বিভাগে ফেলে রাখা হয়েছিল, যার ফলেই তার মৃত্যু ঘটে। গাইবান্ধা প্রেসক্লাবে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘটনার সঠিক তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দীপ্ত, গত ৩০ আগস্ট কুর্মিটোলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হন। তার বন্ধুরা জানিয়েছেন, দুর্ঘটনার পর দুর্বৃত্তরা দীপ্তের মানিব্যাগ ও মোবাইল ফোন চুরি করে। নিলয় নামে একজন পথচারী তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। মাথায় রক্তক্ষরণ বন্ধে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢামেকে আইসিইউ সেবা পেতে ৭ হাজার টাকা দাবি করা হয়েছিল। কিন্তু অর্থের অভাবে এবং স্বজনদের অনুপস্থিতিতে দীপ্তকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি; বরং তাকে জরুরি বিভাগের মেঝেতে ফেলে রাখা হয়। পরদিন সকালে বিনা চিকিৎসায় তার মৃত্যু ঘটে, যা অত্যন্ত হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

দীপ্তের বাবা শহীদুল ইসলাম মাজু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমার ছেলের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।” তিনি সরকারের প্রতি অনুরোধ জানান, যেন এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর