সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সেনবাগের বন্যার্তদের পাশে উপহার সামগ্রী নিয়ে ইটালি ফিরেন্স শাখা বিএনপি এই সরকার কে অস্থিতিশীল করতে কাজ করছে একটি চক্র, সাবেক চীফহুইপ ফারুক নাটোরে সাবেক ডিসি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের লুটপাট কারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টাকে বান্দরবান বিএনপির স্মারকলিপি সেনবাগে বন্যায় বিপদগ্রস্ত ৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান বন্যার পানি কমে গেলে গ্রামে গিয়ে অসহায় মানুষের চিকিৎসা করুন- সাবেক চীফহুইপ ফারুক হাতিয়ায় নদীভাঙ্গন রোধ সহ দুর্নীতি বন্ধে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

শিক্ষা-ব্যাবসায় আওয়ামীপন্থী প্রতিষ্ঠান মালিক রিয়াজের বেপরোয়া শিক্ষা বানিজ্য

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ

মমতাজ উদ্দীন খোকনঃ বিগত ১৬ বছর সারাদেশে সৈর-শাষক শেখ হাসিনা নেতৃত্বে দেশের মেরুদন্ড শিক্ষা ব্যাবস্থাকে ধংশ করতে দেখা গেছে।

তাকে সহযোগিতা করেছে সরকারী বেসরকারী স্কুল কলেজের কিছু অপেশাদার সার্থনেশী প্রাভাষক চেয়ারম্যান এমনকি শিক্ষা মন্ত্রীপরিষদ নিজেই।
দেশের শিক্ষা ব্যাবস্থাকে পুঁজিবাদী ব্যাবসায় পরিনত করেছে তারা ।

রাজধানীর উওরা ইউনাইটেড কলেজের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন সময় নানা অনিয়মের লিখিত অভিযোগ করেও ফল পায়নি, আওয়ামী শক্তির কারনে।ইতিপূর্বে শিক্ষার্থীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যানের কাছে অনিয়মের কোন প্রতিকার না পেয়ে চুপ করে সয়েছে অন্যায়।

গত ৮ই মার্চ ২০২৩ইং তারিখে তারা বিভিন্ন অনিয়মের একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বোর্ডের অনুমতি ছাড়াই টেস্ট পরীক্ষা ও ৩৪ হাজার টাকা জোর পূর্বক ছাএ ছাএীদের কাছ থেকে নেয়া হচ্ছে।যাঁরাই প্রতিবাদ করছে তাদের পরীক্ষার হল থেকে লাঞ্ছিত করে বের করে দিচ্ছে এই কলেজের চেয়ারম্যান জাকির হুসাইন রিয়াজ।

তার অনিয়মের প্রতিবাদে উওরা ইউনাইটেড কলেজের শিক্ষার্থী বৃষ্টি (EIIN 19134558) জানান, গত বছর তার প্রতিষ্ঠানের আমি টিসি নিতে গিয়েছিলাম তখন আমাকে সহ আমার সাথের সহকর্মীদের বলা হয় ২ বছরে ১৫ হাজার টাকা নিবে। কিন্তু পরে সবার কাছথেকে ৩৪ হাজার টাকা চাচ্ছে।টাকা না দিলে হল থেকে বেড় করে দিচ্ছিল।

এমত অবস্থায় আমি অনেক লস স্বিকার করে সেখান থেকে অন্য একটি কলেজে চলে যাই।
নাম না জানানো শর্তে আরেকজন ছাএ বলেন,
শিক্ষা সমাজকে তারা কলুষিত করছে,শিক্ষা মহান পেশা এক শ্রেনীর কথিত শিক্ষকরা সমাজকে শিক্ষা নিয়ে বানিজ্য শুরু করছে।এর থেকে মুক্তি চাই আমরা।

উওরা ইউনাইটেড কলেজের সাবেক একজন শিক্ষক বলেন, আমার নাম লিখবেন না রিয়াজ সাহেব আওমীপন্থী লোক আবার তলে তলে বিএনপির নেতাও তার বন্ধু্, তার বড় বড়ো নেতাদের সাথে সম্পর্ক।

আমি সহ ১৫ জন শিক্ষক তার কাছে প্রায় ১৭ লক্ষ টাকা পাব কিন্তু আমাদের কোন টাকা দিচ্ছে না।
উল্টো হুমকি ধামকি দেয়।এই বিষয়ে আমরা সকলে উওরা পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ ও করেছি।

এই বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার কে জানালে ঐ তারিখে দি ক্রাইম কে বলেন,আমরা এখনো টেস্ট পরীক্ষার জন্য কোন অনুমতি দেয় নি।
তারা কিভাবে পরীক্ষা নিচ্ছে।বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে আমরা দেখছি।কোন অনিয়ম হলে তদন্ত পূর্বক অবশ্যই ব্যবস্থা গ্রহন করবো।তবে এখনো কোন ব্যাবস্থা নিতে দেখা জায়নি অত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

আওয়ামীপন্থী এই শিক্ষা ব্যাবসায়ী রিয়াজ সাহেবের বিরুদ্ধে রয়েছে ইয়াবা কারবারীর অভিযোগ।
দক্ষিনখান পেয়ারা বাগান তার নিজ বাসভবনে ২৩ জানুয়ারী ২০২১ সকাল ১০ ঘটিকায় RAB 1 একটি বিষেশ অভিযানে ইয়াবা বড় চালান ধরে।
পরে এই মামলায় কায়দা করে তিনি রুবেল মোল্লাকে আসামী করে আর নিজে বনে যায় মালার সাক্ষী। তবে এগুলোর আরালে অডেল সম্পদ গড়েছেন রিয়াজ।

ধারণা করা হচ্ছে সার্টিফিকেট বানিজ্য সিন্ডিকেট গোড়ে তুলেছেন তিনি। জানা যায় সাবেক এমপি
হাবিব হাসানের এপিএস আতাউর রহমান খান বাদলের সাথে তার গভির বন্ধুত্ব আছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর