সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি:ভয়াবহ বন্যায় আক্রান্ত নোয়াখালীর সেনবাগের বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি ফয়জুল করিম।
মঙ্গলবার দুপুরে ট্রাকটর যোগে উপজেলার বিভিন্ন স্পটে বন্যার্ত বিপদগ্রস্ত মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর শাখার পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী উত্তর শাখার সভাপতি মাওলানা নজীর আহমাদের সভাপতিত্বে উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সেনবাগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা খলিলুর রহমান, জামেয়া ইব্রাহিমিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলার সভাপতি মাওলানা রহিম উল্যাহ বশিরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উত্তরের সাধারণ সম্পাদক কামরুল হাসান, সহ সভাপতি মাওলানা আবু সালেহ জুয়েল, ইসলামী ছাত্র আন্দোলন সেনবাগ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ জোনায়েদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সেনবাগের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি মুহাম্মদ ফয়জুল করিম উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপদগ্রস্ত কয়েকশ নারী পুরষের হাতে দলের পক্ষ থেকে ত্রাণ সহায়তা তুলে দেন।