সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি:টানা ৩ দিন বৃষ্টি নেই,তারপরও অস্বাভাবিক ভাবে বাড়ছে নোয়াখালীর সেনবাগের বন্যার ভয়াবহতা,শুক্রবার রাত থেকে আস্তে আস্তে পানি বাড়তে থাকে,রাত গড়িয়ে সকাল হতে দেখা যায় পানির গতি আরও বাড়ছে,একে একে ডুবে যাচ্ছে উঠোনে পানি থাকা বাড়িঘর গুলো, এ অবস্থায় গ্রামাঞ্চল থেকে মানুষ জন ছুটছে আশ্রয় কেন্দ্রের সন্ধানে।
আজ আশ্রয় কেন্দ্র গুলোতে মানুষের ভিড় লক্ষ করা গেছে।
সরকারি অপ্রতুল ত্রাণ সামগ্রীর বিপরীতে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি উদ্যোগ এবং তরুণ সমাজ পানি বন্দি মানুষ জনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয় আসছে এবং তাদের খাওয়ার ব্যবস্থা করছে।
শনিবার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ত্রাণ বিতরণ করেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
এ সময় তিনি উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং নেতাকর্মীদের পানিবন্দি বিপদগ্রস্ত লোক জনের পাশে দাড়ানোর নির্দেশ প্রদান করেন।
এছাড়া বিভিন্ন এলাকা ভিত্তিক বন্যার্তদের সহায়তায় পাশে দাড়িয়েছেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন, ডাঃ আলী আহমদ ফাউন্ডেশন,আজিম চৌধুরী হজ্ব কাফেলা, ইয়াং হেল্প হিউম্যান বিডি,আল জাহিদ মাদ্রাসা ফাউন্ডেশন, বিএনপি ও অঙ্গসংগঠন,জামায়াতে ইসলামি, খালেদ মোশাররফ জুয়েল,সহ অনেক ব্যক্তি ও সংগঠন।
এদিকে বৃষ্টি না হলেও পূর্ব দিক থেকে পানির স্রোত বেড়ে যাওয়ার মানুষের মাঝে দেখা দিয়েছে অজানা আতংক, পানি বন্দি হয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।ফেনীর বিভিন্ন উপজেলার অবস্থা দেখার কারনেই এমন আতংক দেখা দিয়েছে।
এ অবস্থায় উদ্ধার কারি ও ত্রাণ বিতরণ কারি ব্যক্তি ও সংগঠন কে সেনবাগের দিকে মনোযোগ দেয়ার আহবান জানাচ্ছেন সাধারণ মানুষ।
এ দিকে পানিতে বিভিন্ন সড়ক গুলো ডুবে যাওয়া এবং আশ্রয় কেন্দ্র গুলোতে খাবারের চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন অযুহাতে অসাধু ব্যবসায়ীরা গ্যাস সিলিন্ডার, মুড়ি, চিড়া,আলু,সবজি,চাল, ডাল সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে দিয়েছেন।