শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নিঝুম দ্বীপে তিন প্রভাবশালী লুটে নিচ্ছে দুই শতাধিক কৃষকের ধান: অত্যাচারে অতিষ্ঠ জনজীবন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে নগর ৮ দলের যৌথ সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স পিএ কর্মকর্তাদের ‘বেছে বেছে হত্যার’ হুমকি দিলেন বেন গভির স্বৈরতন্ত্র প্রতিরোধে এ রায় মাইলফলক হয়ে থাকবে: ইউনুস আহমদ নির্বাচন বানচালে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা: যুবদল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে যা বললেন মির্জা ফখরুলের মেয়ে বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি

বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সর্বাত্বক সহায়তা করা হবে-সুপ্রদীপ চাকমা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮৫ বার পঠিত
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ২:০৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ শাহজাহান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ কেউ যেন কষ্ট না পায়, সেজন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সর্বাত্বক সহায়তা করা হবে। দেশে পর্যাপ্ত খাদ্যশষ্য মজুদ রয়েছে বলেও জানান পার্বত্য উপদেষ্টা। খাগড়াছড়িতে সুশীল সমাজের সাথে মতনিবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।

শুড়ক্রবার (২৩ আগস্ট) বেলা ১১ টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এসময় পুলিশ সুপার মুক্তা ধর, সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, বোধিসত্ব দেওয়ান, মথুরা বিকাশ ত্রিপুরা, সেফালিকা ত্রিপুরা, তরুণ কুমার ভট্টাচার্য প্রমূখ বক্তব্য রাখেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে বর্তমান সরকার কাজ করতে বদ্ধপরিকর। এজন্য সকলকে ভাই ভাই হিসেবে বসবাস করার পরামর্শ দেন তিনি। এছাড়া খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পরিষদ পূনর্গঠন নিয়েও কথা বলেন। জানান, নতুন পরিষদে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে দু‘জন প্রতিনিধিও রাখা হবে।

উল্লেখ্য, গতকাল খাগড়াছড়িতে বন্যায় বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হয়। অনেকেই পানিবন্দী হন। আগষ্ট মাসে ৩টি বন্যা দেখেছে খাগড়াছড়ির মানুষ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর