ছায়েদ আহমেদ, হাতিয়া(নোয়াখালী): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হাতিয়ার কৃতি সন্তান মাহমুদুল হাসান রিজভীর কবর জেয়ারত করলেন আন্দোলনের অন্যতম সমন্বায়ক ও অসহযোগ আন্দোলনের ঘোষক হাতিয়ার আরেক কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নোয়াখালীর নিজ এলাকা হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ভয়ারচর আলী বাজারস্থ শহীদ মো. রিজভীর কবর জেয়ারত করেন তিনি। পরে নিহত রিজভীর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন নিহত রিজভীর বাবা জামাল উদ্দিন, হাফেজ মাওলানা তারিফ, নোবিপ্রবি সমন্বয়ক মাহমুদুল হাসান আরিফ, সালা উদ্দিন মহসিন, বনি ইয়ামিন, জাহিদুল ইসলাম হাসান প্রমুখ।
এর আগে নিজ এলাকায় আগমন করলে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে স্থানীয়রা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। স্থানীয় ও সুধীজনদের উপস্থিতিতে মাসুদ বলেন, অতীতে কী হয়েছে তা আমাদের ভুলে গিয়ে দেশটাকে সুন্দর ভাবে সাজাতে হবে । এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।