সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চুনতি হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হলেন ডাঃ মাহমুদুর রহমান হাতিয়ায় গৃহিণীকে পিটিয়ে জখম: থানায় অভিযোগ বিদ্যুৎ বিলের কপিতে হাসিনার স্লোগান,গ্রাহকদের ক্ষোভ হাতিয়ায় ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন মিরসরাইয়ে ‘বিএনপির অনুমতি না নেয়ায়’ জামায়াতের কর্মী সমাবেশে হামলা, অভিযোগ সাংবাদিকসহ আহত-১০ নাহার এগ্রো’র বিজনেস পার্টনার্স কনফারেন্স ২০২৪ অনুষ্ঠান সম্পন্ন সাংবাদিক মোমিনুল ইসলামের শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ হোসেন আর নেই হাতিয়ায় বৃদ্ধাকে পিটিয়ে জখম,থানায় অভিযোগ গাজীপুর মহানগর,কোনাবাড়ীতে ওয়াজ ও দোয়া মাহফিল সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মনিরুলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাগড়াছড়িতে নেতাকর্মীদের ঢল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫৮ বার পঠিত
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ণ

মোহাম্মদ শাহজাহান : খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঢল নামে জেলা শহরে। সকাল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে জেলা শহরে আসেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর আগে শহরের কলাবাগান এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি পৌর টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথৈয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা প্রমূখ।

আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, ছাত্রজনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দাবী করেন।এছাড়াও ছাত্রজনতা হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

এর আগে টাউন হল চত্বরে বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর