সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সেনবাগের বন্যার্তদের পাশে উপহার সামগ্রী নিয়ে ইটালি ফিরেন্স শাখা বিএনপি এই সরকার কে অস্থিতিশীল করতে কাজ করছে একটি চক্র, সাবেক চীফহুইপ ফারুক নাটোরে সাবেক ডিসি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের লুটপাট কারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টাকে বান্দরবান বিএনপির স্মারকলিপি সেনবাগে বন্যায় বিপদগ্রস্ত ৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান বন্যার পানি কমে গেলে গ্রামে গিয়ে অসহায় মানুষের চিকিৎসা করুন- সাবেক চীফহুইপ ফারুক হাতিয়ায় নদীভাঙ্গন রোধ সহ দুর্নীতি বন্ধে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

কক্সবাজার কলাতলীতে যুবককে পিটিয়ে হত্যা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৭ বার পঠিত
আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ

আজিম উদ্দিন,জেলা প্রতিনিধি : কক্সবাজারে গরু চুরির অপবাদে এক যুবককে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ভোর ৫ টার দিকে শহরের ১২ নং ওয়ার্ডের সৈকত পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (২১) প্রকাশ সুনিয়া। তিনি একই ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মোঃ আলমের ছেলে।

নিহত সাজ্জাদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২ টার দিকে সৈকত পাড়া এলাকার বাসিন্দা নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গিয়ে তুলে সাজ্জাদকে তুলে নিয়ে আসে। পরে সেখানে গরু চুরির অপবাদে রাতভর পৈশাচিক নির্যাতন করে। এসময় খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গেলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে।

এই বিষয়ে সাজ্জাদের মা সাহেরা খাতুন জানান, তার ছেলে কোনো দোষ না করা স্বত্ত্বেও সৈকত পাড়ার নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা তুলে নিয়ে যায়। পরে আমরা গেলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ছেলে গরু চুরি করেছে অপবাদ দেয়।

সাজ্জাদের স্ত্রী শাহনাজ পারভীন জানান, তার স্বামীকে হঠাৎ কয়েকজন মিলে তুলে নিয়ে যায়। রাতে তাকে ছাড়িয়ে আনতে গেলে ১ লক্ষ টাকা দাবি করা হয়। তারা চলে আসলে হঠাৎ ভোর ৫ টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে এবং বলে তার স্বামীকে মর্গে রাখা হয়েছে।

এই ঘটনার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন সাজ্জাদের পরিবার। তারা জানান, নিরীহ নিরপরাধ মানুষকে যারা এভাবে মেরে ফেলেছে তারা যেন পার না পাই।

এই বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, হত্যার বিষয়টি আমরা খবর পেয়েছি। ইতোমধ্যে একটি টিম সেখানে গিয়েছে এবং বিষয়টা খতিয়ে দেখছি।

শনিবার এশারের নামাজের পর কলাতলী বড় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর