আজিম উদ্দিন,জেলা প্রতিনিধি : পর্যটন নগরী কক্সবাজার শহরে কোটা সংস্কার আন্দোলন কারীদের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। ১৭আগস্ট (শনিবার) ভোর রাতে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলাটি রুজু হয়।
এ মামলার এজাহারে সাবেক এমপি ও হুইপ সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌর মেয়র মাহাবু্ুবুর রহমান চৌধুরী, ইসতিয়াক,কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান ও পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ ১২ জনের নাম উল্লেখ করে আরও ১০০/১৫০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার বাদী ও কক্সসবাজার সদর মডেল থানার এস আই সেলিম এজাহারে উল্লেখ করেন, গেল ৪ আগষ্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের ঘুমগাছ তলা পয়েন্টে শান্তিপুর্ণ মিছিলে হামলা ও গুলি চালায় উল্লেখিত আসামীরা ও আরো শ’দেড়শো জন। এই ঘটনায় একজন মারা যায়।
মামলার রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান।