জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার(২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে থেকে মিছিল বের করে।
বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক হয়ে খাগড়াছড়ি শহীদ মিনার এলাকা পর্যন্ত গিয়ে পুনরায় শহরের শাপলাচত্বর ফিরে আসে।
শহরের শাপলাচত্বরে অবস্থান নিয়ে সড়কে যানচলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শহরে জুড়ে যানজটের সৃষ্টি হয়।
শাপলাচত্বরে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের খুনিদের বিচারের দাবি জানায়। ‘তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরৎ দে’ এমন শ্লোগান দিতে দেখা গেছে আন্দোলনকারীদের।