সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালীর সেনবাগে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সেনবাগ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আরটিভির পরিচালক সাইফুল ইসলাম দিপু।
সোমবার বিকেলে নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম বাবু, উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে- সেনবাগ প্রেসক্লাবের সভাপতি, ইত্তেফাক প্রতিনিধি খোরশেদ আলম, সহ সভাপতি, আলোর সময় প্রতিনিধি সাখাওয়াত উল্লা, সাধারণ সম্পাদক,জনকণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সহ সাধারন সম্পাদক যুগান্তর প্রতিনিধি জাহঙ্গীর আলম পাটোয়ারী, নির্বাহী সদস্য, ইনকিলাব প্রতিনিধি কাজী ফখরুল ইসলাম, ও তথ্য প্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সম্পাদক,যায়যায়দিন ও দিগন্তের বার্তা প্রতিনিধি নূর হোসাইন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন ।
এ সময় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দিপু- আধুনিক ও স্মার্ট সেনবাগ বিনির্মানে স্থানীয় সংবাদিকদের সার্বিক সহয়োগীতা কামনা করেন।